কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শনিবার দুপুরে পরিদর্শন করলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম।
কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে সোনা ও রুপার গহনা চুরির খবর পেয়ে মন্দির পরিদর্শন করেন সংসদ সদস্য আজিজুল ইসলাম। মন্দির পরিদর্শন শেষে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক কনক সেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সংসদ সদস্য আজিজুল ইসলাম সেখানে ভর্তি রোগিদের খাবারের মান, ঔষধ ও চিকিৎসার খোঁজ খবর নেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসকের সংকট নিরসন ও স্বাস্থ্য সেবাকে আরও ত্বরান্বিত করতে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় সংসদ সদস্য আজিজুল ইসলামকে হাসপাতালের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর ফুলেল শুভেচ্ছা জানান।
সংসদ সদস্য আজিজুল ইসলামের সঙ্গে ছিলেন, যশোর জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন প্রমুখ।
এসকে