নানা কারণে আলোচনার তুঙ্গে থাকেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। তার বিরুদ্ধে অভিযোগেরও শেষ নেই। বেফাঁস মন্তব্যের জন্যই মূলত সবচেয়ে বেশি সমালোচনার শিকার হন তিনি। তবে প্রতিবাদী কণ্ঠ হিসেবে কঙ্গনার সুনামও রয়েছে।
এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।
বলিউডের বর্ষিয়ান গীতিকার ও সংলাপ রচয়িতা জাভেদ আখতার মানহানির মামলা করেছিলেন কঙ্গনার বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতেই গেল সোমবার জামিন যোগ্য এই পরোয়ানা জারি করা হল কঙ্গনার বিরুদ্ধে।
সমন জারি করা সত্ত্বেও আদালতে হাজির হননি বলিউড অভিনেত্রী। সেই কারণেই তাকে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর ফলে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন কঙ্গনা।
এ প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, প্রয়োজনে উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন তারা। ইচ্ছে করেই কঙ্গনাকে হেনস্তা করা হচ্ছে বলে দাবি তার।
এদিকে ২৬ মার্চ মামলার পরবর্তী দিন হিসেবে ধার্য করা হয়েছে।