এতদিন দেশে বিভিন্ন ধরনের বাসের যানবাহনের যন্ত্রাংশ সংযোজন হতো। কিন্তু দেশে বাস তৈরি হতো না। এবার দেশে লাক্সারি বাস তৈরির উদ্যোগ নিয়েছে ইফাদ অটোস লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশে এসি, নন-এসি বাস তৈরি করবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ধামরাইয়ে ইফাদ অটোস এর নিজস্ব কারখানায় দেশে বাস তৈরি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ এবং ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুন্সি সাহাব উদ্দিন আহমেদ প্রমুখ।
এসময় ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু শুভেচ্ছা বক্তব্য রাখেন।