Top

২৫ সদস্যের হাই পারফরম্যান্স দল ঘোষণা করল বিসিবি

২০ মে, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
২৫ সদস্যের হাই পারফরম্যান্স দল ঘোষণা করল বিসিবি

দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কার্যক্রম। ট্রেনিং ক্যাম্পের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ক্যাম্প চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এইচপি ইউনিটের ক্যাম্পে ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ক্রিকেটারদের ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কে ধারণা দেয়া হবে।

রাজধানীর পাশাপাশি আরও দুই জেলাতে বসবে ক্যাম্প। ঢাকায় তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর রাজশাহী ও বগুড়ায় হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন। ২০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলবে তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে ক্রিকেটারদের ক্যাম্প। এরপর ২১ জুন থেকে ১৮ আগস্ট দুই ভাগে বগুড়া ও রাজশাহীতে হবে ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প।

জানা গেছে, ম্যাচ সিনারিও অনুশীলনের সঙ্গে ক্রিকেটারদের আন্তঃস্কোয়াড একটি ম্যাচ আয়োজন করা হবে। ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন এইচপির ক্রিকেটাররা।

২৫ সদস্যের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগই সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। আছেন বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটারও। বিশেষ করে জিসান আলম, শিহাব জেমস ও মাহফুজুর রহমান রাব্বি গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের ফল পেয়েছেন।

এইচপি স্কোয়াড:
মাহফিজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান শিবলি, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান, আরিফুল ইসলাম, এসএম মেহরুব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব, রুয়েল মিয়া, রিপন মণ্ডল, আশিকুর জামান ও রোহানাত দৌল্লা বর্ষণ।

বিএইচ

শেয়ার