রাত পোহালেই দ্বিতীয় ধাপে বাগেরহাটের চিতলমারী,মোল্লাহাট ও ফকিরহাট ৩ উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর সহকারি রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি।
ব্যালট পেপার যাবে সকালে।অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ভোটের জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস জানান ২য় ধাপের উপজেলা নির্বাচনে চিতলমারী,মোল্লাহাট ও ফকিরহাট ৩টি উপজেলায় ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী রয়েছেন।
এসব উপজেলায় ১২৪ টি কেন্দ্রে ৩ লক্ষ ৫৮ হাজার ৩৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
এসকে