Top

ভারতের ব্যাংকিং খাতে মুনাফায় রেকর্ড

২০ মে, ২০২৪ ১০:৫৯ অপরাহ্ণ
ভারতের ব্যাংকিং খাতে মুনাফায় রেকর্ড

ভারতের ব্যাংকিং খাত অনন্য মাইলফলক স্পর্শ করেছে। দেশটির সব ব্যাংক মিলে বার্ষিক মুনাফা ৩ লাখ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ভারতীয় ইতিহাসে যা প্রথম।

সিএনবিসিটিভি১৮ এর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে ভারতের সরকারি ব্যাংকগুলো মুনাফা করেছে ১ দশমিক ৪১ লাখ কোটি রুপি।

তবে সিএনবিসিটিভি১৮ এর এক অভ্যন্তরীণ বিশ্লেষণে দেখা গেছে, এই সংখ্যা ১ দশমিক ৪৭ লাখ কোটি রুপির কাছাকাছি। গত বছর যা ছিল ১ লাখ কোটি রুপি।

সাতটি বেসরকারি ব্যাংকের নিট মুনাফা ১ দশমিক ৫৬ লাখ কোটি রুপি। সবমিলিয়ে ভারতের ব্যাংকিং খাতে সর্বমোট লাভ হয়েছে ৩ লাখ কোটি রুপিরও বেশি।

আলোচ্য সময়ে সরকারি ব্যাংকের মুনাফা বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশ। আর বেসরকারি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৮ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরে ট্রেজারি বন্ড ইল্ড ঊধ্র্বমুখী হয়েছে। পাশাপাশি নন-পারফরমিং অ্যাসেট (এনপিএ) হ্রাস পেয়েছে। ফলে সরকারি ব্যাংকগুলোর আয় বেড়েছে। এগুলোকেই মূল কারণ হিসেবে ধরা হচ্ছে।

শেয়ার