যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতের মুদ্রার দাম আরও বেড়েছে। মঙ্গলবার (২১ মে) ভারতীয় রুপির দর ১ মাসের মধ্রে সর্বোচ্চ স্তরে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসের শুরুতে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৩ দশমিক ৩০ রুপিতে। গত ১৫ এপ্রিলের পর যা সবচেয়ে বেশি মূল্য। আগের দিন সোমবার (২০ মে) ভারতের আর্থিক বাজার বন্ধ ছিল। রোববার সরকারি ছুটি ছিল। এর আগে শুক্রবার সবশেষ কর্মদিবসে ডলারপ্রতি দর ছিল ৮৩ দশমিক ৩৩৫০ রুপি।
এদিন ডলার সূচক বেড়ে দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৬ পয়েন্টে। তাতে এশিয়ার অধিকাংশ মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে। এই অবনমনের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার ওন। মুদ্রার দরপতন ঘটেছে শূন্য দশমিক ৭ শতাংশ।
এরই মধ্যে ২ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়ে স্থির হয়েছে ৪ দশমিক ৮৪ শতাংশে। এশীয় অঞ্চলের দেশগুলোর কারেন্সির পতনের অন্যতম কারণও এটি। তবে ভারতের মুদ্রার মান বেড়েছে।
প্রখ্যাত এইচডিএফসি সিকিউরিটিজের বৈদেশিক মুদ্রা গবেষণার বিশ্লেষক দিলিপ পারমার বলেন, নিকটবর্তী মেয়াদে গ্রিনব্যাকের দাম থাকতে পারে ৮৩ দশমিক ২০ থেকে ৮৩ দশমিক ৬০ রুপিতে।
বিশ্লেষকরা বলছেন, এদিন ভারতের মুদ্রার আরও উত্থান ঘটতে পারতো। কিন্তু আমদানিকারকদের কাছে ইউএস ডলারের চাহিদা বেশি ছিল। ফলে সেটি বাস্তবে হয়নি।