আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতন ঘটেছে। শুধু একদিনেই নিরাপদ আশ্রয় ধাতুটির দাম কমেছে ৩ শতাংশের বেশি। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত মে মাসে বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মানুষে কর্মসংস্থান হয়েছে। ফলে চলতি বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা আরো কমেছে। স্বাভাবিকভাবেই প্রধান আন্তর্জাতিক মুদ্রা ইউএস ডলারের মান ঊর্ধ্বমুখী হয়েছে। সঙ্গত কারণে বুলিয়ন বাজার নরম হয়েছে।
এছাড়া বিদায়ী মাসে স্বর্ণ কেনা থেকে বিরত থেকেছে বিশ্বের অন্যতম শীর্ষ স্বর্ণ ভোক্তা চীন। গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমার নেপথ্য কারণ এটিও।
উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার (৭ জুন) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর কমেছে ৩ দশমিক ৬৯ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৩০৫ ডলার ৯৬ সেন্টে।
একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দর হ্রাস পেয়েছে ২ দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২৩২৫ ডলারে।
আগের দিন আউন্সে স্বর্ণের দাম ছিল ২৩৭৩ ডলার ৯৯ সেন্ট। সেই হিসাবে বিশ্ববাজারে দিনের ব্যবধানে মূল্যবান ধাতুটির দাম কমেছে ৬৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮১৫৭ টাকা।
নিউইয়র্ক ভিত্তিক স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়াঙ বলেন, গত মাসে মার্কিন মুলুকে চাকরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়া চীন স্বর্ণ ক্রয় কমিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটি দর হারিয়েছে।
ইতোমধ্যে মার্কিন শ্রম অধিদপ্তর জানিয়েছে, আলোচ্য মে মাসে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা বেড়েছে ২ লাখ ৭২ হাজার। যেখানে প্রত্যাশা ছিল ১ লাখ ৮৫ হাজার। পরিপ্রেক্ষিতে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মান ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, আগামী ডিসেম্বরেও সুদের হার কমাতে নাও পারে ফেড। কারণ, মার্কিন শ্রমবাজার শক্তিশালী হয়েছে। যে কারণে ডলারের উত্থান আর স্বর্ণের পতন ঘটেছে।