দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। মঙ্গলবারও (২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক নিম্নমুখী হয়েছে। এ নিয়ে টানা ৮ কার্যদিবসে শেয়ারবাজারে পতন হলো।
পুঁজিবাজার গতিশীল করতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি)ক্রয়ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ কেনার সীমা ৪০ কোটি টাকা বাড়িয়ে ৫০ কোটি করে তারা। গত সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে নিয়ন্ত্রক সংস্থাটি।
নির্দেশনা অনুযায়ী, আইসিবি সিকিউরিটিজের নন-মার্জিন লিমিট ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করা হয়। এক্ষেত্রে আইসিবি সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জকে করপোরেট গ্যারান্টি দেবে। বর্তমানে ব্রোকারেজ হাউজগুলো কোনো মার্জিন বা গ্যারান্টি ছাড়া ১০ কোটি টাকার শেয়ার কিনতে পারে। আইসিবি সিকিউরিটিজকে সেই ক্ষমতা ৫০ কোটি টাকা দিয়েছে বিএসইসি।
তবে দেশের শেয়ারবাজারে এর ইতিবাচক প্রভাব পড়েনি। আলোচ্য দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২২ দশমিক ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া কমেছে ডিএস ৩০ এবং এসএমই সূচকও।
ডিএসইতে লেনদেন সামান্য বেড়েছে। দিনভর বাজারটিতে ৫৯১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। আগের দিনের চেয়ে যা ৩০ কোটি টাকা বেশি। এদিন ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে ৬০ ভাগ প্রতিষ্ঠান। সবমিলিয়ে দাম বেড়েছে ১০২টি কোম্পানির শেয়ারের। বিপরীতে মূল্য হ্রাস পেয়েছে ২৩৫টির। আর অপরিবর্তিত আছে ৫৬টির।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ফার্মা, দ্বিতীয় লাভেলো এবং তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম ইয়াকিন পলিমার, দ্বিতীয় মিথুন নিটিং এবং তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স।
অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৪১টির এবং ২৮টির মূল্য অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ৫৫ লাখ টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৭০ কোটি ১৩ লাখ টাকা।