Top

শেরপুরের দুই উপজেলায় জয়ী হলেন যারা

২২ মে, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
শেরপুরের দুই উপজেলায় জয়ী হলেন যারা
শেরপুর প্রতিনিধি :

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে শেরপুরের নকলা উপজেলায় চেয়ারম্যান পদে এ, কে, এম, মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান পদে আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাকী আক্তার এবং নালিতাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে হাজী মো. মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে মো. শেখ ফরিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আশুরা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১মে) শেরপুরের নকলা-নালিতাবাড়ী উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে ওই ফলাফল ঘোষণা করা হয় ৷

সূত্র জানায়, নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ, কে, এম, মাহবুবুল আলম সোহাগ, দোয়াত-কলম প্রতীকে ২০ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোকশেদুল হক শিবলু, কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২১৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনক চশমা প্রতীকে ৩১ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু পেয়েছেন ২৭ হাজার ১৪২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে ৬১ হাজার ২৬৯ ভোট পেয়ে লাকী আক্তার বিজয়ী হয়েছেন।

অপরদিকে নালিতাবাড়ী উপজেলাতে চেয়ারম্যান পদে হাজী মো. মোশারফ হোসেন ঘোড়া প্রতীকে ৬১ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোকছেদুর রহমান লেবু আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৮০৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো. শেখ ফরিদ টিউবওয়েল ৩৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদী হাসান রাজন চশমা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ২৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আশুরা বেগম কলস মার্কা প্রতীকে ৬৮ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নহেলিকা দিব্রা ফুটবল মার্কা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৫৮ ভোট।

উল্লেখ্য, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় ১৬২টি কেন্দ্র। দুই উপজেলাতে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১৮ হাজার ৯১২৷ নির্বাচনে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এসকে

শেয়ার