ঠাকুরগাঁওয়ে রক্ত চন্দন গাছ লাগিয়েছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিডি ক্লিন ঠাকুরগাঁও।
শনিবার (২৫ মে) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরি স্কুল ঠাকুরগাঁওয়ে তিনটি রক্ত চন্দন গাছ লাগানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও বিদ্যালয় তিনটির প্রধান শিক্ষকগণসহ বিডি ক্লিন রংপুরের আঞ্চলিক সমন্বয়ক আকরাম হোসেন বিডি ক্লিন রংপুরের বিভাগীয় সমন্বয়ক মেহেরাব হোসেন বিডি ক্লিন ঠাকুরগাঁওয়ের জেলা সমন্বয়ক তামিদুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ।
বিডি ক্লিন রংপুরের বিভাগীয় সমন্বয়ক মেহরাব হোসেন বলেন, ভেষজ গুণসম্পন্ন এই গাছটি পরিবেশ থেকে যাতে হারিয়ে না যায় সেজন্য আমরা ঠাকুরগাঁও জেলায় তিনটি গাছ রোপন করেছি।
বিডি ক্লিন রংপুরের আঞ্চলিক সমন্বয়ক আকরাম হোসেন বলেন, বিডি ক্লিন এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুরো বাংলাদেশে ছয়শতাধিক রক্ত চন্দন গাছ রোপন করার সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলায় তিনটি চারা রোপণ সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের তিন জুন প্রতিষ্ঠিত হয় বিডি ক্লিন। নিয়মিতই পরিছন্নতা ও সামাজিক কাজে সাক্ষ্য রাখছে বিডি ক্লিন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বাণিজ্য প্রতিদিনকে জানান, সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আর যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
এসকে