Top
সর্বশেষ

রাফাহ সীমান্তে ইসরায়েলের হামলা, নিহত ৩৫

২৭ মে, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
রাফাহ সীমান্তে ইসরায়েলের হামলা, নিহত ৩৫

আবারও অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ সীমান্তে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, তেল আবিবে হামাসের রকেট হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত দুই জন সিনিয়র হামাস কমান্ডার নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই হামলায় ৩৫ বেসামরিক নিহত হয়েছেন। শরণার্থী শিবিরে বিস্ফোরণ হওয়া হতাহতের সবাই বেসামরিক। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

আইডিএফ জানায়, নিহত দুই হামাস কমান্ডারের নাম ইয়াসিন রাবিয়া ও খালেদ নাগার। তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭৬ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

সূত্র: বিবিসি

বিএইচ

শেয়ার