Top

দর পতনের শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

২৯ মে, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৫৩ বারে ৪৪ হাজার ৪৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে এডভেন্ট ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৯৩ বারে ৬ লাখ ৭৫ হাজার ৪৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭ বারে ১ হাজার ২২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-লিগ্যাসি ফুটওয়্যারের ২.৯৯ শতাংশ, নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ২.৯৯ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৯ শতাংশ, কোহিনুর কেমিক্যালসের ২.৯৯ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৮ শতাংশ, এপেক্স ফুডসের ২.৯৮ শতাংশ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ২.৯৮ শতাংশ দর কমেছে।

 

এসকেএস

শেয়ার