২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত শরীয়াহ ভিত্তিক পরিচালিত ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় আসা ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে প্রবাসী আয় কম এসেছে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা। একই সঙ্গে ফেব্রুয়ারিতে কমেছে রপ্তানি আয় আসাও। ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে জানুয়ারি তুলনায় ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কম এসেছে ৬৩৯ কোটি টাকা। তবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ইসলামি ব্যাংকগুলোর আমানত কিছুটা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে শরীয়াহ ভিত্তিক ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে প্রবাসী আয় এসেছিল ১১ হাজার ৬২১ কোটি টাকা। আর পরের মাস ফেব্রুয়ারিতে ইসলামি ব্যাংকগুলো মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৯ হাজার ৮৫৪ কোটি টাকা। সেই হিসাবে ফেব্রুয়ারিতে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় কম এসেছে ১ হাজার ৭৬৭ কোটি টাকা।
তথ্য মতে, আগের মাস অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছিল ১০ হাজার ৪৭৫ কোটি টাকা। আর এর আগের মাস নভেম্বরে প্রবাসী আয় এসেছিল ৮ হাজার ৪২৫ কোটি টাকা। সেই হিসাবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বেশি এসেছিল ২ হাজার ৫০ কোটি টাকা এবং ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে বেশি এসেছিল ১ হাজার ১৪৬ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে শরীয়াহ ভিত্তিক ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রপ্তানী আয় এসেছিল ৭ হাজার ৫৪৮ কোটি টাকা। আর পরের মাস ফেব্রুয়ারিতে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় এসেছে ৬ হাজার ৯০৮ কোটি টাকা। সেই হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কম এসেছে ৬৩৯ কোটি টাকা।
প্রতিবেদন বলছে, ২০২৩ সালের নভেম্বরে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় এসেছিল ৬ হাজার ৬৩৮ কোটি টাকা। আর পরের মাস ডিসেম্বরে রপ্তানি আয় এসেছিল ৬ হাজার ৪৬৬ কোটি টাকা। তথ্য মতে, ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রপ্তানি আয় বেশি এসেছিল ১ হাজার ৮২ কোটি টাকা। আর জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে কম এসেছে ৬৩৯ কোটি টাকা।
তবে, ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে রপ্তানী ও প্রবাসী আয় কম আসলেও ব্যাংকগুলোর আমানত বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে শরীয়াহ ভিত্তিক ইসলামি ব্যাংকগুলোর আমানত ছিল ৪ লাখ ১৩ হাজার ৯৬৯ কোটি টাকা। আর পরের মাস ফেব্রুয়রিতে ব্যাংকগুলোর আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ১৮ হাজার ৯১৪ কোটি টাকা। সেই হিসাবে ফেব্রুয়ারিতে আমানত বেড়েছে ৪ হাজার ৯৪৫ কোটি টাকা।
তথ্য বলছে, এর আগে অর্থাৎ ২০২৩ সালের নভেম্বরের ইসলামি ব্যাংকগুলোর আমানত ছিল ৪ লাখ ১৮ হাজার ১ কোটি টাকা এবং পরের মাস ডিসেম্বরে ব্যাংকগুলোর আমানত ছিল ৪ লাখ ২২ হাজার ৪৬৪ কোটি টাকা।
এএ