ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম হোতা ইকবালসহ মোট ৮ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (৩০ মে) দিনগত রাত সাড়ে ১১ টায় চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মো. ইকবালসহ (৪২), সন্তোষ সরকার (৪৮), মো. সাগর (৪২), মো. শশী আহম্মেদ (৩৫), মো. ওকালত হোসেন (৪৬), মো. ইকবাল হোসেন (৩৬), আতাউর রহমান (৩০), মো. ফারদিন হোসেন (২৩)। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ-৭ হাজার ২৫ টাকা, দুইটি প্লাস্টিকের পাইপ এবং ছয়টি লাঠি জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ, কোতয়ালী, ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
এম জি