এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।
শুক্রবার (৩১ মে) এ সংবর্ধনা প্রদান করে দলটি।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আজকের এই আনন্দের দিনে আমি মেধাবী শিক্ষার্থীসহ তাদের পিতা-মাতা ও শিক্ষকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কৃতি শিক্ষার্থীদের জিপিএ-৫ অর্জনের পিছনে তোমাদের অভিভাবকদের অক্লান্ত ত্যাগ ও পরিশ্রম রয়েছে। তারা তোমাদের মেধাবী হিসেবে গড়ে তুলতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। তাই প্রিয় মেধাবী শিক্ষার্থী বন্ধুদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে জীবনের সর্বপর্যায়ে তাদের প্রাপ্য সম্মান দিবে। তাদের এই অকৃত্রিম ত্যাগ ও কুরবানীর কথা ভুলে যাবে না।
তিনি বলেন, আজকের মেধাবীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই শুধু ভালো রেজাল্ট করা নয় বরং পরবর্তীতে তোমাদের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নিজ নিজ ক্ষেত্রে নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হবে। কল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমরা দোয়া করি, ইহকালে তোমরা যেমন ভালো রেজাল্ট করেছো তেমনি পরকালেও যেন ভালো ফলাফল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো। এজন্য তোমাদের মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহর দেওয়া হুকুম আহকাম গুলো সুন্দরভাবে পালনে সচেষ্ট থাকতে হবে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, বর্তমান ঘুনে ধরা এই সমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে মেধাবী শিক্ষার্থীদের সত্যিকার দেশপ্রেমিক নাগরিক হিসেবে ভুমিকা পালন করতে হবে। নিজেদেরকে সৎ, যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। কোন দুর্নীতি, অনিয়ম, অবিচার, অব্যবস্থাপনা ও অশ্লিলতা যেন আমাদের মেধা ও যোগ্যতাকে ম্লান করে না দেয় সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে সৎ, মেধাবী ও যোগ্য নাগরিক তৈরির জন্য কাজ করে যাচ্ছে। যারা এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কার্যকর ভুমিকা রাখবে। যোগ্য নেতৃত্ব প্রধানের মাধ্যমে জনগণের সকল সমস্যার সমাধানে সচেষ্ট থাকবে। তিনি মেধাবী শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে সমবেত হয়ে নিজেদেরকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ ফলে তাদের নিজেদের দেশ নিয়ে সচেতন থাকতে হবে। আধিপত্যবাদী অপশক্তির ষড়যন্ত্রের হাত থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে, এদেশের মানুষের অধিকার আদায়ে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ ভুমিকার কোনো বিকল্প নেই। তিনি দেশ ও জাতির প্রয়োজনে সকলকে নিজ নিজ ক্ষেত্রে কার্যকর ভুমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।
ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ওমর ফারুকের সভাপত্বিতে এবং শাখা সেক্রেটারি আব্দুল আজিজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী সহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এম জি