Top

দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি

০২ জুন, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৩৪৫ বারে ৩ লাখ ৪৬ হাজার ৯২০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮৯ বারে ৪৭ লাখ ৮৭ হাজার ২৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৬০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মেঘনা সিমেন্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৫৮ বারে ২৮ হাজার ৯৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ট্রাস্ট ইসলামী লাইফ  ইন্স্যুরেন্সের ৭.৭৬ রূপালী লাইফ  ইন্স্যুরেন্সের ৭.১৪ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৪.৮৫ শতাংশ, বীচ হ্যাচারির ৪.৬৮ শতাংশ, ফার ইস্ট নিটিংয়ের ৫.৫৪ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪.২০ শতাংশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজের ৪.০৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার