Top
সর্বশেষ

অযোধ্যায় পিছিয়ে বিজেপি, কাজ করছে না রামমন্দির ‘ফ্যাক্টর’

০৪ জুন, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
অযোধ্যায় পিছিয়ে বিজেপি, কাজ করছে না রামমন্দির ‘ফ্যাক্টর’

নির্বাচনকে সামনে রেখে বছরের শুরুতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, সবাইকে অবাক করে, অযোধ্যা লোকসভার যে আসনের অন্তর্ভুক্ত সেখানেই পিছিয়ে পড়েছে বিজেপি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের ফয়জাবাদে বিজেপি প্রার্থী লাল্লু সিং সমাজবাদী পার্টির প্রার্থী অভদেশ প্রসাদের চেয়ে ৪ হাজার ৭৯১ ভোটে লাল্লু সিং পিছিয়ে আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এছাড়া দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, অযোধ্যা লোকসভায় যে আসনে পড়ে অর্থাৎ ফয়জাবাদে সমাজবাদী পার্টির প্রার্থী অভদেশ প্রসাদের চেয়ে ৩ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে আছে বিজেপির লাল্লু সিং।

এছাড়াও উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে ৪৪ আসনে এগিয়ে ‘ইন্ডিয়া’ জোট। আর এনডিএ জোট এগিয়ে ৩৫ আসনে।

মঙ্গলবার (৪ জুন) ভারতের স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়েছে। দুপুর ২টায় পাওয়া খবর অনুযায়ী, ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে ( বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত) ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৪ আসনে এগিয়ে আছে, আর ইন্ডিয়া জোট ২৩০ আসনে।

বিএইচ

শেয়ার