Top

ব্যক্তির ঋণসীমা নির্ধারণে হচ্ছে আলাদা প্রতিষ্ঠান

০৬ জুন, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ
ব্যক্তির ঋণসীমা নির্ধারণে হচ্ছে আলাদা প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক :

ব্যক্তি পর্যায়ের ঋণ পাওয়ার যোগ্যতা নির্ধারণ, পরিশোধ সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে ক্রেডিট স্কোরিংয়ের জন্য আলাদা প্রতিষ্ঠান হচ্ছে। এজন্য ১০ কোটি টাকার মূলধন নিয়ে বেসরকারি উদ্যোগে ক্রেডিট ব্যুরো প্রতিষ্ঠা করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স নিয়ে এই ক্রেডিট স্কোরিং করতে হবে।

এর ভিত্তিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান একজন ব্যক্তির ঋণ পাওয়ার সীমাসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করতে পারবে। বুধবার এ-সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের প্রতিষ্ঠানের ক্রেডিট স্কোরিংয়ের ভিত্তিতে ব্যাংকগুলো ঋণসীমা নির্ধারণ করতে পারবে।

নীতিমালার আলোকে ক্রেডিট ব্যুরো প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রক্রিয়া মেনে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দেবে। অনুমোদিত প্রতিষ্ঠানের একটি পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। এই পর্ষদ নিয়মকানুন পরিপালনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবে। প্রতিষ্ঠানের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকবেন।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে ব্যক্তির ঋণ প্রাপ্তি, পরিশোধ ইত্যাদির যোগ্যতা নির্ধারণে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারিত হচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠান বিশ্বব্যাপী বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে তা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করে গ্রাহকের অর্থ পরিশোধের সক্ষমতা নির্ধারণ করছে। এর ফলে গ্রাহকের পাশাপাশি যেসব ব্যক্তি কোনো ব্যাংকের গ্রাহক নয়, তাদেরও পরিশোধ যোগ্যতা অনুসারে দ্রুত ঋণ পাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। আধুনিক ঋণ ঝুঁকি এসেসমেন্টের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তিতে তা ভূমিকা রাখছে।

এতে আরও বলা হয়েছে, দেশে ঋণ প্রদানে ঝুঁকি কমানোর প্রয়োজনে যুগোপযোগী ঝুঁকি নিরূপণ পদ্ধতি প্রণয়ন করা প্রয়োজন। তাই ঋণ যোগ্যতা নির্ধারণ, পরিশোধ সক্ষমতা যাচাইয়ের জন্য বিভিন্ন ধরনের বিশ্লেষণমূলক তথ্য বিবেচনা করে বেসরকারি ক্রেডিট ব্যুরো ঋণমান নির্ধারণে কাজ করতে পারে।

এ ব্যুরো সিআইবিসহ বিভিন্ন উৎস থেকে গ্রাহকের অনুমতি সাপেক্ষে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে নির্ণীত ঋণমান ব্যবহারকারীকে অবহিত করবে।

শেয়ার