মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন ২০২১ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
আগামীকাল ৭ মার্চে কর্মসূচি শুরু হয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচি শেষ হবে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন ও বাস্তবায়ন উপকমিটি জানিয়েছে, ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে সকাল ৮টা ৪৫ মিনিটে যশোর শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ; সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ; সকাল ৯টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চিত্র ও পুস্তক প্রদর্শনী, স্থান: কেন্দ্রীয় গ্রন্থাগার; সকাল ১০টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন; সকাল ১০টা ১৫ মিনিটে ঐতিহাসিক ৭ মার্চের ডকুমেন্টরি প্রদর্শন, স্থান: গ্যালারি; সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষণ প্রতিযোগিতা (বিষয়: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ; স্থান: গ্যালারি) এবং দুপুর সাড়ে ১২টায় ভাষণ প্রতিযোগিতার ফলাফল, পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
১৬ মার্চের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে লেখা/কবিতা/গল্প প্রতিযোগিতা; রাত ১১টায় যবিপ্রবির অদম্য ৭১-এ মোমবাতি প্রজ্বালন এবং রাত ১২টা ১ মিনিটে আতশবাজি প্রদর্শন ও ফানুস উড়ানো।
১৭ মার্চ সকাল সাড়ে ৬টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর সকাল ৯টায় যশোর শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ; সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ; সকাল ৯টা ৩৫ মিনিটে আনন্দ র্যালি; সকাল ১০টায় জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০১ পাউন্ড কেক কাটা, বেলুন এবং পায়রা উড়ানো; সকাল ১০টা ১৫ মিনিটে কেন্দ্রীয় গ্যালারিতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার শুভ উদ্বোধন; বেলা সাড়ে ১১টায় ড. এম. এ. ওয়াজেদ মিয়া ইনিস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ কর্তৃক মুজিব বর্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অর্জনসমূহ প্রদর্শনী; বাদ জোহর যবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ। আর ১৮ থেকে ২২ মার্চ প্রতিদিন দুপুরে দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২৩ মার্চ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি; স্থান: এম. আর. খান মেডিকেল সেন্টার। ২৪ মার্চ সকাল সাড়ে ১০টায় নাটক: মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু; স্থান: গ্যালারি। ২৫ মার্চ সকাল ১১টায় বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা অনুষ্ঠান ও সম্মাননা প্রদান, স্থান: গ্যালারি; দুপুর সাড়ে ১২টায় কালো রাতের নাটক, স্থান: গ্যালারি।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ৬টায় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মূল কর্মসূচি শুরু হবে।
সকাল সাড়ে ৭টায় যশোর শহরের মনিহারে অবস্থিত স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ; সকাল ৮টা ৪০ মিনিটে ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ; সকাল ৮টা ৪৫ মিনিটে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন; সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সহধর্মিনী ও সন্তানদের অংশগ্রহণে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা; বাদ জোহর যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল বেলা আড়াইটায় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১’ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উক্ত কর্মসূচিতে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।