Top

‘দালাল না খুঁজে আমাদের ভূমি সেবা বুঝা উচিত’

০৯ জুন, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
‘দালাল না খুঁজে আমাদের ভূমি সেবা বুঝা উচিত’
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

একজন চাকুরী করে একজন ব্যবসা করে, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে। সবারই উদ্দেশ্য এককাঠা দুইকাঠা জায়গা কেনা, একটা বাড়ি করা বা একটা ফ্ল্যাট কেনা। কষ্টের টাকায় কেনা জমি বা ফ্ল্যাট যদি ঠিক না হয় তাহলে হলে কারোরই ঘুম হবেনা। অথচ আমরা মধ্য বয়সের পর যখন বাবা-মা মারা যান তারপর জমির কাগজ পত্র দেখি।

এখন ভূমিসেবা অনেক স্মার্ট হয়েছে। তাই আমাদের সবারই উচিত দালাল না খুঁজে ‘ল্যান্ড’ (ভূমি সেবা) বুঝা উচিত।

রোববার (৯ জুন) বিকেলে মির্জাপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলে অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার, গোড়াই ভূমি অফিসের নায়েব মো. আমিনুল ইসলাম ও মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জাপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল আওয়াল। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শতাধিক ভূমি সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

এসকে

শেয়ার