Top

চট্টগ্রামে কোরবানির হাটে গরু বিক্রেতা উত্তরবঙ্গের সালমা

১৪ জুন, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
চট্টগ্রামে কোরবানির হাটে গরু বিক্রেতা উত্তরবঙ্গের সালমা
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শহরের বিবিরহাটে কোরবানির পশুর হাট বসেছে। সেই হাটে গেলে হঠাৎ চোখ আটকে যাবে আশপাশের পুরুষ বেপারীদের সঙ্গে পাল্লা দিয়ে গরুর দেখভাল করছেন এক নারী বেপারী। ক্রেতাদের সঙ্গে গরুর দাম নিয়ে করছেন আলোচনা-দরকষাকষি। তিনি চাঁপাইনবাবগঞ্জের সালমা খাতুন এবারও কোরবানি ঈদে বিবিরহাটে গরু নিয়ে আসা একমাত্র নারী বিক্রেতা তিনি।

জানা যায়, নারী উদ্যোক্তা সালমার বাড়ি উত্তরবঙ্গে, চাঁপাইনবাবগঞ্জে নাচোল থানার ফতেপুর গ্রামে। রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর করেছেন তিনি। সেখানেই রয়েছে তার খামার। পড়াশোনার পাঠ চুকিয়ে শখের বসে পুষতে শুরু করেন গরু। এরপর একে একে ৩০টি গরু নিয়ে শুরু হয় তার খামারের যাত্রা। এখন একজন সফল খামারি সালমা খাতুন। দুটি খামারের মালিক তিনি।

বিবিরহাটে গিয়ে দেখা যায়, ব্যস্ত সময় কাটছে সালমার। নিজেই তৈরি করছেন নিজ পোষা প্রাণীর খাবার। খাবারের মিশ্রণে সব উপাদান ঠিক আছে কি না, সেদিকে নজরও রাখছেন তিনি। এসব করতে গিয়ে দম ফেলার ফুসরত যেন তার নেই। এতেও গরুর যত্নে যাতে কোনো ত্রুটি না রয়ে যায়, সেজন্য সঙ্গে থাকা কর্মীদের দিচ্ছিলেন বিভিন্ন নির্দেশনা। এভাবেই পরম মমতায় গরুর পরিচর্যা করছিলেন সালমা।

সালমা জানালেন, নারী উদ্যোক্তা হওয়া বিশেষত খামারি হওয়ার পথটা সহজ ছিল না তার জন্য। জানালেন, চাঁপাইনবাবগঞ্জ কলেজ থেকে দর্শনে স্নাতক করেছেন। এরপর ভর্তি হন রাজশাহী কলেজে। সেখান থেকে পাশ করেন স্নাতকোত্তর ডিগ্রি। পড়াশোনা শেষে ২০১৬ সালে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন তিনি। খুব একটা খারাপ চলছিল না। তবে চাকরি জীবনে বড় ধাক্কা খান করোনা মহামারির সময় বাধ্য হয়ে ছাড়তে হয় চাকরি।

ওই সময়ের পরিস্থিতি নিয়ে সালমা বলেন, ‘চাকরি ছাড়লেও ঘরে বসে থাকার মানুষ আমি ছিলাম না। প্রতিনিয়ত ভাবতাম, কী করা যায়। এভাবেই গরুর খামার দেওয়ার চিন্তা মাথায় আসে।’ সেই ভাবনা বাস্তবে রূপ দিতে কাজে ঝাঁপিয়ে পড়ি। জমানো টাকা দিয়ে একটি গাভী কিনি। শুরুর দিকে দুধ বিক্রি করতাম। দ্রুত বড় হতে থাকে আমার খামার। এক পর্যায়ে ছয় কাঠা জমির ওপর খামার গড়ে তুলি। দুধের পাশাপাশি বিক্রি করতে শুরু করি গরুও। আয় বাড়লে নতুন গরু কিনতে শুরু করি। এখন তার খামারে রয়েছে ৩০টি গরু। লালনপালন করতে করতে গরুগুলোর প্রতি ভীষণ মায়া জন্মে গিয়েছে, এভাবেই বললেন নারী উদ্যোক্তা সালমা।

এবার চট্টগ্রাম নগরীর বিবিরহাট বাজারে এবারের কোরবানির হাটে তার খামারের ১৪টি গরু বিক্রির জন্য এনেছেন সালমা। হাজারো পুরুষ-বিক্রেতার ভিড়ে একমাত্র নারী বিক্রেতা তিনি।

কোরবানির হাটে নারী বিক্রেতা হিসেবে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা জানতে চাইলে সালমা বলেন, ‘হালকা সমস্যা হতেই পারে। এগুলো গায়ে মাখতে নেই। সব বাধা-বিপত্তি এড়িয়ে এগিয়ে যেতেই হবে লক্ষপানে। তবেই নারীশক্তির বিজয়।’

চসিক কাউন্সিলর মোবারক আলী বলেন, অন্য কোথাও নারী বিক্রেতা আছে বলে শুনিনি। সালমা খাতুন আমাদের ছেলে-মেয়েদের জন্য অনুপ্রেরণার। আমি বাজার সংশ্লিষ্টদের বলে দিয়েছি- যেন ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করেন। তিনি যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন। নারী হিসেবে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি না হন, সেটি আমরা দেখভাল করছি।

এসকে

শেয়ার