Top
সর্বশেষ

দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট সিরিল রামাফোসাই

১৫ জুন, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট সিরিল রামাফোসাই

দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে (এএনসি) জোট সরকার গঠন করতে হচ্ছে। দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) ইতিমধ্যে এতে সম্মতি দিয়েছে।

শুক্রবার (১৪ জুন) দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করতে পার্লামেন্টে ভোটাভুটিতে অংশ নিচ্ছেন আইন প্রণেতারা।

বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় আসে নেলসন ম্যান্ডেলার এএনসি। এরপর তিন দশক দেশের শাসনভার নিজেদের হাতে রেখেছে দলটি। তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারালেন তারা।

আরো পড়ুন: ইসরায়েলি বিমানঘাঁটিতে ড্রোন হামলা ইরাকি যোদ্ধাদের
নতুন সংসদের অধিবেশন শুরুর পর ডিএ নেতা জন স্টেনহুইসেন বলেন, আনুষ্ঠানিকভাবে এএনসির সঙ্গে সরকার গঠনে সম্মত হয়েছে শ্বেতাঙ্গ নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল। এই জোট সরকারের প্রেসিডেন্ট হবেন রামাফোসা।

এএন

শেয়ার