টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে শেষ ধাপের খেলা চলছে। যেখানে সুপার এইটে ওঠার লড়াইয়ে বাংলাদেশের বাকি একটি ম্যাচ। নিজেদের শেষ ম্যাচে আগামীকাল (সোমবার) তারা নেপালের মোকাবিলা করবে। তার আগে টাইগারদের হারানোর হুমকি দিয়ে রাখলেন নেপালের অধিনায়ক রোহিত পৌডেল। গতকাল (শনিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ ক্রিকেট খেলেছে নেপাল। সেখান থেকেই আত্মবিশ্বাসের সুর উঠেছে রোহিতের কণ্ঠে।
রোহিত বলছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের পারফরম্যান্সই বলে দিচ্ছে কেন আমরা এখানে এসেছি। এই পারফরম্যান্স বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে। আজ জিতলে বাংলাদেশ-নেপাল ম্যাচটা অনেকটা নকআউট গেম হয়ে যেত। শেষ ম্যাচে আমরা আমাদের গর্বের জন্য খেলব।’ আগামীকাল ভোর সাড়ে ৫টায় সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল।
নেপাল তাদের ভক্তদের উন্মাদনায় ইতোমধ্যে বেশ পরিচিতি পেয়েছে। বিশ্ব ক্রিকেটে তাদের পরিচিতি বৃদ্ধি ও উন্নতির জন্য রোহিত হারাতে চান বাংলাদেশকে। পূরণ করতে চান টেস্ট স্ট্যাটাস পাওয়া দলকে হারানোর স্বপ্ন। নেপাল অধিনায়ক বলেন, বিশেষ করে, আমরা একটি টেস্ট খেলুড়ে দেশকে হারাতে চেয়েছিলাম। আজ তো হলো না। পরের ম্যাচে করতে চাই। আজ যে আত্মবিশ্বাস পেয়েছি, তা নিয়ে পরের ম্যাচে যেতে চাই।
শনিবার লো স্কোরিং ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা–নেপাল। হিমালয়ান দেশটির বিপক্ষে আগে ব্যাট করে প্রোটিয়ারা মাত্র ১১৫ রান তুলতে সক্ষম হয়। সেই রান প্রায় তাড়া করেই ফেলেছিল রোহিত পৌডেলের দল। তবে শেষ ওভারে ৮ রানের লক্ষ্যে খেলে তারা ৬ রান করে। ১১৪ রানে থেমে ১ রানের আক্ষেপে পোড়ে এশিয়ান দেশটি।
এমন হারেও অবশ্য সতীর্থদের নিয়ে গর্বিত নেপাল অধিনায়ক। রোহিত বলেন, এই দল নিয়ে আমি অনেক গর্বিত। বিশেষ করে যেভাবে বোলিং ও ব্যাটিং করেছি তাতে গর্ববোধ করাই যায়। আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম, চাপের মুহূর্তেও ভালো করেছি, কিন্তু শেষমুহূর্তে আর পারিনি। আমরা যদি নিয়মিত বড় মঞ্চে খেলার সুযোগ পাই তাহলে এসব ম্যাচ জিততে পারব।
এএন