শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের বাসিন্দা চিত্রকর বাদশা বিনা পারিশ্রমিকে বিভিন্ন মসজিদের নাম লিখে যাচ্ছেন।
বাদশা পেশাদার চিত্রশিল্পী। তিনি বিভিন্ন এলাকার মসজিদের নাম এবং মসজিদের ভিতরে বাহিরে নানা ধরনের সূরা ও দোয়া কালাম লিখে যাচ্ছেন বিনা পারিশ্রমিকে।তিনি আমৃত্যু এ কাজ করে যাবেন। তার এ কাজ কে মসজিদ কমিটির লোকজন ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে।
বাদশা মিয়া শপথ করেছেন যতদিন বেঁচে থাকবে ততদিন জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মসজিদের নাম, মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার দোয়া লেখাসহ মসজিদের ভিতর এবং বাহিরে দোয়া কালাম বিনাপারিশ্রমিকে লিখে যাবেন।
বাদশা ইতিপূর্বে শেরপুর জেলার ৯৯টি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের লোগো বিনামূল্যে অঙ্কন করেছেন। তার ইচ্ছা ১০০ তম লোগোটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অঙ্কন করবেন।
জানা গেছে, উপজেলার পৌর এলাকার গড়কান্দা মহল্লায় বাস করেন চিত্রকর বাদশা মিয়া। শহরে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এতে তিনি উপজেলার বিভিন্ন দোকানের সাইনবোর্ড লেখা এবং বিয়ে ও নানা অনুষ্ঠানের সাজগোজের কাজ করে থাকেন।
আর্থিক সংকটে ৮ম শ্রেণীর পর আর লেখাপড়া করতে পারেনি বাদশা মিয়া। হাতের লেখা সুন্দর থাকায় তিনি ১৯৯৯ সাল থেকে চিত্রকর্ম শুরু করে।
সে সাইনবোর্ড লেখা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষ সজ্জিতকরণ, প্রকৃতি ও গ্রাম বাংলার চিত্র এঁকে থাকেন। তার বাড়িতে নানা চিত্রকর্ম আঁকা রয়েছে। পাশাপাশি তিনি বাড়ীতে ভুট্টা গাছের বাকল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম রোকেয়াসহ গুণীজনের শিল্পকর্ম তৈরি করেছেন।
সম্প্রতি তিনি স্থানীয় একটি মসজিদের নাম লেখার কাজ পান। এরপর সে মসজিদের নাম লিখে ও অন্যান্য কাজ শেষে কোন পারিশ্রমিক বা টাকা না নেওয়ার সিদ্ধান্ত নেন সে। মসজিদ কমিটি তাকে অনেক চেষ্টা করেও রিক্সা ভাড়াও দিতে পারেনি। তখন তিনি সিদ্ধান্ত নেন যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রতি শুক্রবার কাজের ফাঁকে এলাকার মসজিদগুলোতে নাম লেখাসহ মসজিদের ভিতর ও বাহিরে বিভিন্ন দোয়া-কালাম ও সূরা লিখবেন বিনা পারিশ্রমিকে।
তাই তিনি প্রতি শুক্রবার সকালে রং তুলি ও রঙের কৌটা নিয়ে তার নিজস্ব বাইক চালিয়ে পূর্ব নির্ধারিত মসজিদে দোয়া-কালাম লিখার উদ্দেশ্যে ছুটেন। মসজিদে লেখালেখির পারিশ্রমিক প্রায় ৩/৪ হাজার টাকা হলেও তিনি তা নিচ্ছেন না। তার এ মহতি কাজে খুশি স্থানীয় মসজিদ কমিটির লোকজন। ইমামরা তার জন্য দোয়া করেন।
চিত্রকর বাদশা মিয়া আরো জানান, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে জেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ৯৯টি ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ’ এর লোগো একে দিয়েছি বিনামুল্যে। সর্বশেষ লোগোটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু যে স্কুলে লেখাপড়া করেছেন সে স্কুলে গিয়ে ১০০তম লোগো আকার আশা করেছিলাম। নানা প্রতিকূলতার কারণে তার শেষ ইচ্ছে পূর্ণ হয়নি। এখনো তার সে ইচ্ছা আছে। এছাড়া তিনি আমৃত্যু এলাকার যে মসজিদ কমিটির সামর্থ্য নেই সে মসজিদে নাম, সুরা ও অন্যান্য দোয়া কালাম লিখে যাবেন বলে জানান।
এসকে