Top

কুমিল্লায় পানি নিষ্কাশন না হওয়ায় দুর্ভোগে গ্রামবাসী

২১ জুন, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
কুমিল্লায় পানি নিষ্কাশন না হওয়ায় দুর্ভোগে গ্রামবাসী
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সদর দক্ষিণে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতা থেকে চলাচলের ব্যাপক সমস্যা সহ সৃষ্টি হচ্ছে বহুমুখী জনদুর্ভোগ।

ওই উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর কলেজ পাড়া এলাকার ১৯টি বাড়ির মানুষ জলাবদ্ধতার কারনে পানিবন্ধী।

জানা যায়, এখানে যে পানি গুলো জমে আছে এগুলো আজ থেকে প্রায় এক সাপ্তাহ ধরে। প্রথম কালবৈশাখী’র বৃষ্টি শুরু থেকে এই জনদূর্ভোগ সৃষ্টি হয় যার কারণ হচ্ছে ওই এলাকায় লোটাস কামাল গ্রানাডা নামক একটি স্কুল করায় এলাকার পানি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এখন স্কুল কর্তৃপক্ষ পানি যাওয়ার জন্য একটি ড্রেনের ব্যবস্থা করে তাহলে গ্রামবাসীর দাবি তারা পানিবন্ধী থেকে রেহায় পাবে।

স্থানীয় লোকজন জানায়, এখনো বর্ষা শুরু হয়নি মাত্র হাল্কা বৃষ্টিতে এই অবস্থায় যদি এতদিন পানি জমে থাকে কিংবা পানি নিষ্কাশন না হয় তাহলে বর্ষার ভরা মৌসুমে আমরা এখানে বসবাস করতে পারবো না। অন্য দিকে এখানের পানি গুলো দূষিত হয়ে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। এই পানি গুলো বর্তমানে নষ্ট হয়ে বিশ্রী দুর্গন্ধ অনুভব হচ্ছে।

সাধারণ পথচারীরা বলেন, আজ থেকে প্রায় এক সাপ্তাহ আগে কালবৈশাখীর বৃষ্টি হয়েছিল ঔ পানি গুলো গুলো নিষ্কাশন না হওয়াতে এখনো জমে আছে পানি গুলো। আর এই পানি গুলো পঁচে নানা রোগ সৃষ্টি হচ্ছে। খুব দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন, ওই স্কুলের পাশ দিয়ে সরকারি একটি রাস্তা হচ্ছে। রাস্তার কাজ শেষ হলেই ড্রেনের কাজ শুরু হবে। ড্রেনের কাজ শেষ হলেই জলাবদ্ধতা আর থাকবেনা।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, এ বিষয়ে আমি অবগত ছিলাম না। পানি নিষ্কাশনের জন্য যা যা প্রয়োজন তা আমি করব।

এসকে

শেয়ার