ঈদের আগে উত্তরের পথের ঘরমুখো মানুষ যানজটের কবলে পড়েছিল। পড়তে হয়েছিল বিড়ম্বনায়। পোহাতে হয়েছিল ভোগান্তি। ঈদ কেটে গেলেও ঈদের পরবর্তী যাত্রায় ফের যানজটের কবলে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক।
এ মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজট ও ধীরগতির কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। তীব্র রোদে খোলা ট্রাক, পিকআপে কর্মস্থলে ফেরা মানুষজন বেশি বিপাকে পড়েছে।
রবিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা হতে সল্লা পর্যন্ত ৮ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বিকেলেও মহাসড়কের একই চিত্র। এরপর একই সড়কের কামাক্ষা মোড় হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ৫ কিলোমিটার অংশে পরিবহন ধীরগতিতে চলাচল করছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুর উপরও পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। তবে মহাসড়কে যানজট নিরসনে পুলিশের কোন ভূমিকা দেখা যায়নি।
এদিকে মহাসড়কে পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে।
জানা গেছে, ঈদের ছুটি শেষে কর্মজীবি মানুষজন পরিবার নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে গেছে। সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতুপূর্ব ১৩ কিলোমিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া কোথাও কোথাও ধীরগতিতে চলাচল করছে পরিবহন। এতে এলেঙ্গা হতে সল্লা পর্যন্ত ৮কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এবং আরো ৫ কিলোমিটার অংশে পরিবহন ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কে পুলিশের তেমন উপস্থিতি ও নজরদারী না থাকায় গাড়ির চালকরা বেপরোয়া এবং এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা হতে সেতুপূর্ব ১৩ কিলোমিটার দুইলেনের মহাসড়ক একমুখি করে দিলেও কোন কাজে আসছে না। সড়ক একমুখি থাকায় চালকরা দুইলেনের সড়কে ৬লেন বানিয়ে গাড়ি চালাচ্ছে। এতে গাড়ি আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত সড়ক একমুখি করায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলো ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে ঘুরিয়ে দেয়া হচ্ছে। ফলে এই ২৯ কিলোমিটারের আঞ্চলিক সড়কেও কোথাও কোথাও পরিবহন চলাচলে ধীরগতির সৃষ্টি হয়েছে।
এরআগে শনিবারও দিনভর মহাসড়কের এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটারে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী ও চালকদের। তবে রাত থেকে স্বস্তি মিললেও পরের দিন রবিবার সকাল থেকে আবারও যানজটের কবলে পড়েছে মহাসড়কটি।
এদিকে মহাসড়কের পরিবহনের চাপ বাড়ায় সেতুতে টোল আদায় বেড়েছে। গেল ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে পরিবহন পারাপার হয়েছে ৪৪ হাজার ১৮৯টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬ লাখ ৬ হাজার ৩০০ টাকা। এরমধ্যে সেতুর পশ্চিমপাড় অতিক্রম করে পূর্বপাড়ে এসেছে বেশি সংখ্যা গাড়ি। পশ্চিম টোলপ্লাজা অতিক্রম করেছে ২৮ হাজার ২৩৩টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৭৫০টাকা। আর সেতু পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ১৫ হাজার ৯৫৬টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৫৫০টাকা।
যাত্রীরা জানান, প্রচন্ড রোদ কাহিল অবস্থা। এরমধ্যে যানজটে আটকে রয়েছে। পুলিশের কোন ভূমিকা না থাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে আছে পরিবহনগুলো। চালকরা আগে যাবার প্রতিযোগিতার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, চারলেনের পরিবহন দুইলেনে আসার পর এমনিতেই চাপ বেড়ে যায়। তারপর আবার পরিবহন চালকরা বেপরোয়াভাবে আগে যাওয়ার প্রতিযোগিতায় দুইলেনের সড়কে ৬লেন করে গাড়ি চালায়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে বঙ্গবন্ধু সেতু হতে এলেঙ্গা পর্যন্ত সড়কটি বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অধীনে। তবে ওই অংশে যানজট লাগার কারণে সেটি এলেঙ্গা ছাড়িয়ে যায় মাঝে মধ্যে। বর্তমানে কিছু অংশে যানজট রয়েছে।
এসকে