Top
সর্বশেষ

দ. কোরিয়ায় ট্রাফিক সিগন্যালে উঠে গেল গাড়ি, ৯ পথচারী নিহত

০২ জুলাই, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ণ
দ. কোরিয়ায় ট্রাফিক সিগন্যালে উঠে গেল গাড়ি, ৯ পথচারী নিহত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি গাড়িচাপায় অন্তত ৯ পথচারী নিহত হয়েছেন। রাজধানী সিউলের জং-গুতে সিটি হল স্টেশনের কাছে সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং এতে আরো চারজন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসি।

পুলিশ বলছে, হতাহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে মারা গিয়েছিলেন ৬ জন।

পুলিশ আরও জানিয়েছে, তারা ঘটনার কারণ অনুসন্ধান করছেন। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাড়িটি দ্রুতবেগে ছুটে এসেছিল বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়।

বার্তা সংস্থা ইয়নহাপের প্রতিবেদনে বলা হয়, একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষারত পথচারীদের ওপর ৬৮ বছর বয়সী এক ব্যক্তি ওই গাড়ি উঠিয়ে দেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়, ওই গাড়িটি ভুল পথে চালিয়েছেন ওই ব্যক্তি। পথচারীদের চাপা দেওয়ার আগে এটি দুটি গাড়িকেও ধাক্কা দেয়।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার নগর এলাকার সাধারণ সড়কগুলোতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকার ক্ষেত্রে এই গতিসীমা সর্বোচ্চ ৩০ কিলোমিটার।

এম পি

শেয়ার