রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ঘাট। গত কয়েক সপ্তাহ ধরে ভাঙ্গছে নদী তীরবর্তী এলাকা। ভাঙ্গণের কবলে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ফেরী ঘাট এলাকায় বসবাসকারীরা।
চলতি সপ্তাহে ভাঙ্গণের তান্ডব যেন আরো বেড়েছে। ভাঙ্গণ থেকে নিজেদের শেষ সম্বল ভিটেমাটি রক্ষার চেষ্টায় নিজেদের উদ্যোগেই বালিভর্তি বস্তা নদীতে ফেলছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
ক্ষতিগ্রস্থরা অভিযোগ করে বলেন,ভাঙন ঠেকাতে আমরা বস্তা ফেলেতেছি না, খালি নদীর ঢেউ যেন একটু কম লাগে সেজন্য আমরা ভাঙন কবলিত স্থানে এলাকাবাসীরা মিলে আপাতত আড়াই’শ বস্থা ফেলছি। আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি।
রোববার (৭ জুলাই) সরজমিনে দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ভাঙন কবলিত এলাকার ভুক্তভোগী নারী, পুরুষ ও শিশুরা বালু মাথায় করে নিয়ে নদীর পাশে প্লাষ্টিকের পাতলা বস্তায় ভরছে। পরে বালি ভর্তি বস্তাগুলো নদী পাড়ে ফেলা হচ্ছে।
৫০ বছর বয়সী বিধবা ছকিনা বিবি বলেন, আমরা নদী পাড়ের মানুষ। প্রতি বছরেই ভাঙ্গণ দেখি। এবছর ভাঙ্গণের কবলে পড়েছে আমার বসতভিটে। এলাকার সবাই নিজেদের উদ্যোগে বালির বস্তা ফেলছে। এতে করে কি আর ভাঙ্গন ঠেকবে। সরকারের কাছে অনুরোধ জানাই আমাদের কে বাচান। দ্রুত নদী ভাঙ্গণ ঠেকাতে দ্রুত ব্যাবস্থা গ্রহন করুন।
স্থানীয় মুদি দোকানদার শরাফত আলি বলেন, গত এক সপ্তাহে প্রায় ৫০ মিটারের উপরে বসতভিটা নদীগর্ভে চলে গেছে। সরকারি ভাবে যদি আগেই কিছু জিও ব্যাগ ফেলতো তাহলে আজ আমার দোকানডা ভাঙনের কবলে পড়তো না। সব আমাদের কপাল, কি আর বলবো। এজন্য নিজেরাই টাকা দিয়ে পাতলা বস্তায় বালু ভরে ফেলতেছি।
স্থানীয় ভুক্তভোগী মমিন মোল্লা বলেন, চেয়ারম্যান, মেম্বারা শুধু ভোটের সময় এসে প্রতিশ্রুতি দেয়,পরে আর কোন খবর থাকেনা। এবার ভাঙন দেখার জন্য সবাই আসতেছে কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ বলেন, দৌলতদিয়ায় যে ৭টি ঘাট রয়েছে তার আশেপাশে ভাঙন দেখা দিলে সেটা আমরা জিওব্যাগ দিয়ে রক্ষা করতে চেষ্টা করি। তাছাড়া প্রতিবছরে তীব্র ভাঙন রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড কাজ করে থাকে। ঘাট রক্ষায় যে কাজগুলো লাগবে সেটাই বিআইডব্লিউটিএ করে থাকে। আমরা আজ ঘাটে এসে দেখলাম ভাঙন কবলিত স্থান। ঘাট রক্ষার জন্য কিছু করতে হলে আমরা করবো।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র ভাঙ্গণ এলাকা পরিদর্শন শেষে বলেন, ৬ নং ঘাটের সাত্তার মেম্বার পাড়া যে ভাঙন দেখা দিয়েছি সেটার ব্যাপারে আমি ইতিমধ্যে ডিসি স্যার কে জানিয়েছি, এ ব্যাপারে উর্দ্ধর্তন কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন।
পদ্মা নদী ভাঙ্গণের ব্যাপারে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল আমিন কে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি, এ কারনে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এসকে