ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন।
ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে মঙ্গলবার (৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মেডিক্যাল সূত্রগুলো ওয়াফাকে বলেছে, নুসেইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে সাত জন। এ ছাড়া গাজা সিটির উত্তরাঞ্চলে আল-ঘাপড়ি জংশনের কাছে আরেক বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে ছয়জন।
খবরে আরও বলা হয়েছে, গাজার সিটির উত্তরাঞ্চলের লাবাবিদি এলাকায় হামলায় নিহত হয়েছে আরও তিনজন। এ ছাড়া গাজা সিটির আল নাফাকে বোমা হামলার পর একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে আহত অবস্থায় এক শিশু ও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।
তবে এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩৮ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
এম জি