ফিলিপাইনের মিন্দানাতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স
জিএফজেড আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৩০ কিলোমিটার (৩৯১.৪৬ মাইল) গভীরে।
ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে আশা করা হচ্ছে। তবে আফটারশক হতে পারে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৭। ভূমিকম্পটি দেশের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে আঘাত হানে।
ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত।
এম জি