Top

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বরদাশত করবে না পুলিশ: ডিএমপি কমিশনার

১২ জুলাই, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বরদাশত করবে না পুলিশ: ডিএমপি কমিশনার

চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আদালতের নির্দেশনা মানার বাধ্যবাধকতা আছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাশত করবে না।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আদালতের আদেশের প্রতি শিক্ষার্থীদের সম্মান দেখানো উচিত বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

হাবিবুর রহমান বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বিষয়টি এখন আদালতে। তাতে সবার আস্থা রাখা উচিত। আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্যবাধকতা রয়েছে। সেটি সবার করা উচিত বলে মনে করি।

সাংবাদিকদের উদ্দেশে এ সময় ডিএমপি কমিশনার বলেন, অনেক সময় অনুসন্ধানী প্রতিবেদন ন্যায় বিচার নিশ্চিতে পুলিশকে সহায়তা করে। এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম জি

শেয়ার