Top

ভরা বর্ষায়ও বৃষ্টি নেই, চুয়াডাঙ্গায় কৃষিতে ৫৪৭ কোটি টাকার ক্ষতি

১৫ জুলাই, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ
ভরা বর্ষায়ও বৃষ্টি নেই, চুয়াডাঙ্গায় কৃষিতে ৫৪৭ কোটি টাকার ক্ষতি
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

ভরা বর্ষকালেও ঠিকমতো বৃষ্টির দেখা নেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়। মাঝে মাঝে আকাশে মেঘ জড়ো হলেও আবার নিমিশেই তা মিলিয়ে যাচ্ছে। কড়া রোদের সাথে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। পুরো আষাঢ় মাস জুড়ে জেলায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র ৯৯ মিলিমিটার। এতে মাঠের ফসলের ওপর বিরূপ প্রভাব পড়ছে। ফলে এ জেলার কৃষকরা সেচ ব্যবস্থার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে উঠেছেন। এতে করে বাড়ছে কৃষি উৎপাদন ব্যয়। আবার খরচ অনুযায়ী ফসলের কাক্সিক্ষত দাম না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।

এপ্রিল-মে মাস জুড়ে তীব্র তাপদাহে কৃষি ও প্রাণিসম্পদ খাতে চুয়াডাঙ্গা জেলায় ৫৪৭ কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার জরিপে এ তথ্য উঠে এসেছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কোনো হিসাব জানে না। ফলে অনেকটা অজানাই থেকে যাচ্ছে জেলার কৃষি এবং কৃষকের ক্ষতির পরিমাণ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলায় চলতি বছরের জানুয়ারি ও এপ্রিল মাসে এক মিলিমিটারও বৃষ্টিপাত হয়নি। ফেব্রুয়ারি মাসে মাত্র ৩ মিলিমিটার, মার্চে ২৩ মিলিমিটার, মে মাসে ১৩১ মিলিমিটার ও জুন মাসে ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চলতি জুলাই মাসে মাত্র ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে এপ্রিল এবং মে মাসে টানা ৩৭ দিন চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপদাহ প্রবাহিত হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামের কৃষক জাফর আলী বলেন, ‘কী দিন এলো ভরা বর্ষাকালেও পানি (বৃষ্টি) নেই। আগেকার দিনে এসময় পানির জন্য বাইরে বেরানো যেত না। মাঠ-ঘাট ডুবে ফসলের ক্ষতি হত। আর এখন পানি না হয়ে মাঠ শুকিয়ে ফসলের ক্ষতি হচ্ছে।’

জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই। সেচ দিয়ে ফসল বাঁচিয়ে রাখতে হচ্ছে। আবার ধীরে ধীরে মাটির নিচের পানিও কমছে।’

দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের কৃষক মুনছুর আলী জানান, ‘প্রতিদিনি সেচ দিতে প্রায় এক হাজার টাকা করে খরচ হচ্ছে। কিন্তু ফসল বিক্রির সময় দাম পাওয়া যায় না। মাঝে মাঝে সামান্য লাভের মুখ দেখলেও লোকশানই বেশি গুনতে হয়।’

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের কৃষক চাঁদ মিয়া বলেন, ‘অনেক বছর হলো আমাদের এলাকায় বন্যা দেখিনি। খরায় চাষের খরচ বাড়ছে। ফসলে অতিরিক্ত সেচ দেয়া লাগে। কুষ্টিয়া-আলমডাঙ্গা-চুয়াডাঙ্গায় পরিচালিত জিকে খালেও পানি নেই। আসলে টিভিতেই দেখছি এক দিকে বন্যা, আরেক দিকে মেশিন দিয়ে চাষে পানি দিতে হচ্ছে। আসলে আমাদের জেলার ভাগ্যটাই খারাপ।’

এদিকে, চুয়াডাঙ্গায় টানা তাপদাহে কৃষিতে ক্ষতির পরিমাণ নির্ণয়ে একটি জরিপ করেছিল বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। ওই জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, টানা তাপদাহ এবং বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে বোরো ধানে অতিরিক্ত সেচ দিতে হয়েছে। এতে বিঘাপ্রতি গড়ে দুই হাজার ৫০০ টাকা হারে উৎপাদন ব্যয় বেড়েছে। ধানের দানা পুষ্ট না হওয়া ও সময়ের আগেই পেকে যাওয়ার ফলে বোরো ধান বিঘাপ্রতি ২ মণ ফলন কম হওয়ায় গড়ে দুই হাজার টাকা আয় কম হয়েছে। শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলাতে এ মৌসুমে ৩৫ হাজার ৭২০ হেক্টর জমিতে বোরো ধান চাষ বাবদ অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৬৬ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকা।

চুয়াডাঙ্গা জেলায় চলতি বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১৯ হাজার ৭৯৬ মেট্রিক টন। ধানের দানা পুষ্ট না হওয়া এবং সময়ের আগেই পেকে যাওয়ার ফলে ধান কমে উৎপাদন হয়েছে ২১ হাজার ৩৪৬ মেট্রিক টন। এ ক্ষেত্রে জেলাতে বোরো ধানের উৎপাদন হ্রাস পাওয়ার দরুণ আয় কম হবে ৫৩ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা। উভয় ক্ষেত্র মিলিয়ে চলতি বোরো মৌসুমে নীট ক্ষতির পরিমাণ ১২০ কোটি ৭ লাখ ২৭ হাজার ৮০০ টাকা। এছাড়া, ভুট্টার দানা সংখ্যা কম ও অপুষ্ট হওয়ায় উৎপাদন কম হয়েছে। ভুট্টার ফলন বিঘা প্রতি গড়ে ৬ মন কম হয়েছে।

চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ৪৯ হাজার ৬৬৫ হেক্টর জমিতে ৬ লাখ ৮২ হাজার ৬৩৫ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে ৫ লাখ ৯৩ হাজার ৫৯৬ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয়েছে। জেলাতে মোট ৮৯ হাজার ৩৯ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হ্রাস পাওয়ার দরুণ কৃষকদের আয় কমেছে প্রায় ২২২ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার টাকা। তীব্র গরমে এ অঞ্চলের প্রাণিসম্পদ খাতেও ক্ষতি হয়েছে। তীব্র তাপদাহের মাস এপ্রিলে দুধ উৎপাদন শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলাতেই প্রায় এক হাজার ৮৩৮ মেট্রিক টন কম হয়েছে। ফলে সংশ্লিষ্ট খামারীদের আর্থিক ক্ষতি হয়েছে ১১ কোটি ২ লক্ষ ৫০ হাজার টাকা। শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলাতেই মাংশ উৎপাদন কমে গেছে গড়ে প্রায় ১৭.৫% অর্থাৎ এপ্রিল মাসে মাংশ উৎপাদন কম হয়েছে প্রায় এক হাজার ২২৫ মেট্রিক টন। যার ফলে সংশ্লিষ্ট খামারীদের আর্থিক ক্ষতি হয়েছে ৮১ কোটি ৭০ লক্ষ ৭৫ হাজার টাকা।

ওয়েভ ফাউন্ডেশনের জরিপ সমীক্ষা দলের অন্যতম সদস্য ও সংস্থাটির উপ-পরিচালক জহির রায়হান বলেন, ‘আমরা সংশ্লিষ্ট ক্ষেত্রে কৃষক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও উদ্যোক্তাসহ এক হাজার মানুষের সাথে কথা বলেছি। এ জরিপটিতে জেলার সঠিক পরিসংখ্যান উঠে এসছে। আমরা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথেও কথা বলেছি। মূলত এই জেলায় সবথেকে বেশি সমস্যা এখন তীব্র তাপদাহ।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, চুয়াডাঙ্গা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কম। এপ্রিল-মে মাসে এ জেলায় তীব্র তাপদাহ বয়ে গেছে। টানা এক মাসের অধিক সময় তীব্র তাপদাহে এ জেলার চাষিদের কিছুটা ক্ষতি হয়েছে। চুয়াডাঙ্গার চাষ ব্যবস্থা টিকেই আছে মূলত সেচের ওপর নির্ভর করে। কৃষিতে ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, বিস্তারিত তথ্য এখনো তৈরি করা সম্ভব হয়নি।

এসকে

শেয়ার