Top

চুয়াডাঙ্গায় ক্যানেলের পাড় ভেঙে ৪ গ্রামের ফসলি জমি প্লাবিত

০৫ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ক্যানেলের পাড় ভেঙে ৪ গ্রামের ফসলি জমি প্লাবিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জিকে (গঙ্গা-কপোতাক্ষ) ক্যানেলের পাড় ভেঙে চার গ্রামের শত শত একর ফসলি জমি প্লাবিত হয়েছে।

বুধবার (০৪ আগস্ট) বিকেল হঠাৎ করেই উপজেলার কেদারনগর গ্রামে জিকে সেচ প্রকল্পের ইরিগেশন খালের পাড়টি ভেঙে যায়। এসময় পানির স্রোতে চার গ্রামের কয়েকশ একর ফসলি জমি প্লাবিত হয়েছে।

পানির প্রচণ্ড স্রোতের ভেসে যাওয়া পাটের জাগ উদ্ধার করতে গিয়ে দাদা-নাতিসহ দুজন আহত হয়েছেন। এর আগেও খালের একই স্থান ভেঙে কয়েক গ্রামের ফসলি জমি প্লাবিত হলেও টেকসই পদক্ষেপ না নেয়ায় এবারও পাড় ভাঙার কারণ বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার কেদারনগর গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের ইরিগেশন খালের (টি-৩ জি) আটকপাট থেকে ৪টি স্লুইচ গেট খুলে দেওয়া হলে বুধবার সকাল থেকে খালটি কানায় কানায় পরিপূর্ণ হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে খালের পানির উচ্চতাও বৃদ্ধি পায়। বিকেলের মধ্যে পানির প্রচণ্ড চাপ সৃষ্টি হলে কেদারনগর গ্রামের ভেতর ৬০ ফিটের বেশি খালের পাড় ভেঙে পানি গ্রামের মধ্যে ঢুকতে শুরু করে। দ্রুত সময়ের মধ্যে পানিতে বেলগাছি, পোয়ামারি, খেজুরতলা ও কেদারনগর গ্রামের চারটি ফসলের মাঠ প্লাবিত হয়।

এদিকে, মাঠে জাগ দিয়ে রাখা অনেক কৃষকের পাট পানির প্রচণ্ড স্রোতে ভেসে গেছে। ভেসে যাওয়া পাট উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে কেদারনগর গ্রামের আরোজ আলী ও তার নাতি জীবন গুরুতর আহত আহত হয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, এর আগেও ওই স্থানের পাড় ভেঙে ফসলি জমি প্লাবিত হয়েছে। তবে টেকসই ব্যবস্থা নিলে এভাবে গ্রামবাসীদের ক্ষতিগ্রস্ত হতে হতো না। প্রায় একই স্থানে পরপর তিন বছর পাড় ভাঙছে। অথচ কর্তৃপক্ষ টেকসই মেরামত করেনি।

এ বিষয়ে জানতে চাইলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘চাপ বৃদ্ধি পাওয়ায় জিকে ক্যানেলের কেদারনগর এলাকায় পাড় ভেঙে কয়েকটি গ্রাম ও ফসলের মাঠে পানি ঢুকেছে। দ্রুত সময়ের মধ্যে জিকে ক্যানেলে পানি প্রবেশের প্রধান স্লুইচ গেট বন্ধ করা হয়েছে। এছাড়াও দ্রুত ব্যবস্থা নিতে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করাও হয়েছে।

এম পি

শেয়ার