Top

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১৫

২৪ জুলাই, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১৫

কক্সবাজার শাহপরীর দ্বীপে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটেছে। এতে ১৫ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৪ জুলাই) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে ৬ জন মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার সাগরে মাছ শিকারে যাচ্ছিলেন। তারা শাহপরীর দ্বীপের জেটিতে এসে সেন্টমার্টিনের ১০ জন যাত্রীকে তুলে নেন। পরে তারা শাহপরীর দ্বীপের গোলারচর পয়েন্টে পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে সেন্টমার্টিন থেকে ৪টি স্পিডবোট এসে ট্রলারের মাঝিকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার অনিক বলেন, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় ৭ জন নিখোঁজ রয়েছেন। নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

বিএইচ

শেয়ার