Top
সর্বশেষ

রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

৩১ জুলাই, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ
রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
সিরাজগঞ্জ) প্রতিনিধি :

ভরবো মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার সিরাজগঞ্জের রায়গঞ্জে র‌্যালী, পোনামাছ অবমুক্তকরণ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভন সরকার, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাইকেল, মহিলা ভাইস চেয়ারম্যান পরি খাতুন, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোওয়ার লিটন, ধানগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, নলকা ইউনিয়ন পরিষদ আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার ড. মোঃ হাফিজুর রহমান।

সভায় বক্তারা বলেন, আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তবে আমাদের দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের মনোযোগী হতে হবে। তা ছাড়া দেশী মাছ বিলুপ্ত হয়ে যাবে। আলোচনা সভা শেষে ৩ জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। সেই সাথে উপজেলা পরিষদের পুকুরে দেশী মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি সহ ও অন্যান্য অতিথিবৃন্দ।’

এসকে

শেয়ার