সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন (বিআইএফসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩ বারে ১৫ হাজার ৭৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সামিট এলায়েন্স পোর্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৭৪ বারে ১৬ লাখ ২৪ হাজার ৪০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪২৭ বারে ২ লাখ ৩ হাজার ৮৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সাভার রিফ্রাক্টরিজের ৪ দশমিক ৭৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪ দশমিক ৭২ শতাংশ, ইজেনারেশনের ৪ দশমিক ৩৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৪ দশমিক ২৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২২ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪ দশমিক ১৬ শতাংশ ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৪ দশমিক ১১ শতাংশ কমেছে।