Top

কালিয়াকৈর আ’লীগ অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ

০৪ আগস্ট, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
কালিয়াকৈর আ’লীগ অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ
গাজীপুর প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিনে শ্রীপুর ও কাপাসিয়ায় শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। তারা কাপাসিয়া পজেলা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা করে আগুণ ধরিয়ে দেয়। চন্দ্রা ত্রিমোড়ে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। শ্রীপুরে আন্দেলনকারীদের সাথে জেলা যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রবিবার (০৪ আগস্ট) সকাল থেকে তারা উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে অবস্থান নেয়।

সকাল ১০টার দিকে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের নেতকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা উপস্থি হতে শুরু করেন। এসময় হঠাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষর্থীরা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা করে। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আন্দোলনকারীরা ভাংচুর করে অগ্নিসংযোগ করে। তারা দলীয় কার্যলয়ের সামনে রাখা নেতাকর্মীদের ১০ থেকে ১২ টি মোটরসাইকেল ভাংচুর করে আগুণ জ্বালিয়ে দেয়।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজিব মিয়া জানান, তরগাঁও মোড়ে ফায়ার সার্ভিসের অফিসের সামনের সড়কে রাখা একটি বাইকে আগুণ দেয় আন্দোলনকারীরা। রাজেন্দ্রপুর-কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়ার তাজউদ্দীন আহমদ চত্তরের আশপাশে এসব ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে কাপাসিয়ার ফকির মজনু শাহ সেতুতে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল আসতে থাকে এবং আন্দোলনকারীদের ধাওয়া দেয়। কয়েক মিনিটের মধ্যেই আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে পিছু হটে।

এদিকে, সকাল থেকেই শ্রীপুরে গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় নেতাকর্মীদের নিয়ে শ্রীপুর পৌর শহরের প্রধান সড়কে অসহযোগ আন্দোলনের এক দফা কর্মসূচির প্রতিবাদ এবং বিএনপি, জামায়াত শিবিরের ভাংচুর, অগ্নিসংযোগ, জ¦ালাও, পোড়াওয়ের বরিুদ্ধে মিছিল করে। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ করে নেতাকর্মীদের মাঠে থাকার ঘোষনা দিয়ে নেতাকর্মীদেরকে মাঠে থাকার নির্দেশ দেয়। এসময় শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের নেতা সাবেক ভিপি আহসান উল্লাহ, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্ডল এবং সাধারণ সম্পাদক সাবেক জিএস শেখ নজরুল ইসলাম, আব্দুল বাতেন সরকার, জাহাঙ্গীর আলম সিরাজি, আজহার হোসেন মিলনসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলে হাজার হাজার নেতা-কর্মী লাঠিসোঁটা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

জামিল হাসান দুর্জয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাছ থেকে দেখেছেন এবং জানেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমাহীন ধৈর্য্যরে পরিচয় দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলন ৬ জুলাই থেকে কোটা সংস্কারের নামে যে দাবী তুলেছিল তা কখনোই শেখ হাসিনা দ্বিমত পোষন করেন নাই। সরকার সহিষœুতার সাথে, খুব দক্ষতার সাথে, শান্তি প্রিয়তার সাথে অত্যন্ত ধৈর্য্যরে পরিচয় দিয়েছে। ২০১৮ সালেতারা যখন কোটা সংস্কারের দাবী তুলে তখন’ই শেখ হাসিনা কোটা সংস্কার মেনে নিয়ে কোটা প্রত্যাহার করে নিয়েছিলেন। কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। এ রিটের প্রেক্ষিতে চলতি বছরের ০৭ আগস্ট চূড়ান্ত রায়ের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমরা লক্ষ করলাম ১৬ জুলাই থেকে এ দেশটাকে এক ধরনের হিংসাতœক রাজনীতি, অগ্নিসংযোগ, ভাংচুর, সরকারি বিভিন্ন স্থাপনা, অফিস-আদালত, আওয়ামীলীগের বিভিন্ন কার্যালয়, বাগেরহাটে বিচারালয় এবং থানা ও পুলিশ ফাঁড়িতে আক্রমন করে তারা সহিংসতার পরিচয়ে দিয়েছে।

সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জমায়েত হতে থাকে। গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন এবং পৌর যুবলীগ নেতা মোরছালিন মামুন নেতাকর্মীদের নিয়ে মাওনা উড়াল সেতুর নিচে অবস্থান নেয়। তারা সেখানে আন্দোলন বিরোধি মিছিল করে। পরে পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান করা আন্দোলনকারীরা ধাওয়া করলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনো ঘটে।

রোববার সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শত শত শিক্ষার্থী চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। তাঁরা চন্দ্রা মোড়ে অবস্থান নেন। তাদের সাথে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ যোগ দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্রা জনসমুদ্রে পরিণত হয়।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা চন্দ্রা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করলে আন্দোলনকারীরা তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা চন্দ্রা ত্রিমোড়ে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ বক্সেও ভাংচুর করে।

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ও আশপাশের এলাকায় মহানগর যুবলীগের আহবায়ক কারুল আহসান সরকার রাসেল এবং বোর্র্ড বাজার এলাকায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডলের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে অসহযোগ আন্দোলনের এক দফা কর্মসূচির প্রতিবাদে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী লাঠিসোঁটা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

গাজীপুরের শিববাড়ি এবং শিমুলতলীতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুলফজল মো: নাসিম বলেন, আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ এবং পুলিশ বক্সেও ভাংচুর করেছেন।

এসকে

শেয়ার