Top

৪ ঘণ্টা পর বেক্সিমকো শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

২০ নভেম্বর, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ
৪ ঘণ্টা পর বেক্সিমকো শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
জেলা প্রতিনিধি :

চার ঘণ্টা পর বেতন পরিশোধের আশ্বাসে চন্দ্রা- নবীনগর মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এর আগে পঞ্চম দিনের মতো সকাল ১০টা থেকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় চক্রবর্তী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা গেল সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা চন্দ্রা -নবীনগর সড়ক অবরোধ করে রাখে। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও পঞ্চম দিনের মতো বুধবার সকাল ১০ টা থেকে পুনরায় চক্রবর্তী এলাকায় ওই সড়ক অবরোধ করে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছিল।

কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বেক্সিমকো কারখানার শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়।

বিক্ষোভে অংশ নেয়া এক শ্রমিক জানান, শ্রমিকদের নিয়ে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করার কথা থাকলেও কর্তৃপক্ষ সে কথা রাখেনি।

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) বেক্সিমকো লিমিটেডের শ্রমিকদের অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ যৌথভাবে অর্থঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়।

এদিকে জিরানী এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকরা সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

শ্রমিকরা জানায়, সকাল ৬টার দিকে কারখানার সামনে বাসচাপায় তাদের কারখানার ৩ শ্রমিক আহত হয়। এর প্রতিবাদে তারা ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

সাড়ে ১১ টার দিকে সেনা সদস্যরা ও শিল্প পুলিশ এসে শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

বিএইচ

শেয়ার