সরকারের পদত্যাগের পর থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানির গতি কমিয়ে গেছে। অনেক ব্যবসায়ী আমদানি রপ্তানি বন্ধ রেখেছেন। গত তিনদিনে ৫০ টি ভারতীয় ট্রাক মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। অপরদিকে পাসপোর্ট ধরে যাত্রীদের দুই দেশের যাতায়াত অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল ১০টা থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহী কিছু ট্রাক প্রবেশ করতে শুরু করেছে।
এর আগে বুধবার (৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ভারত থেকে ২৫টি ট্রাক মালামাল নিয়ে বন্দরে এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্টে সরকারের পদত্যাগের পর থেকে বুড়িমারী স্থল বন্দরের আমদানি রপ্তানি থমকে গেছে।
গত তিন দিনে মাত্র ৫০টি ভারতীয় ট্রাক প্রবেশ করেন। এর আগে প্রতিদিন ২ শত থেকে ৩শত ট্রাক প্রবেশ করত।
আতঙ্কের মাঝে কোন সিএনএফ ব্যবসায়ী স্থল বন্দরে প্রবেশ করছে না। সীমিত সংখ্যক সিএনএফ ব্যবসায়ী পাথর, ডলোচুনসহ বিভিন্ন পণ্য আমদানি করছেন। দেশে চলমান অবস্থা স্বাভাবিক না হলে ব্যবসায়ীরা আমদানি রপ্তানিতে ফিরবে না।
বুড়িমারি স্থল বন্দরের সিএনএফ এজেন্ট ব্যবসায়ী বকুল হোসেন বলেন,দেশের চলমান অবস্থায় আমরা আতঙ্কে রয়েছি। এজন্যই বেশিরভাগ ব্যবসায়ীরা বুড়িমারী স্থল বন্দরে বিভিন্ন পণ্য ভারত থেকে আনা বন্ধ করে দিয়েছি। দেশের প্রেক্ষাপট স্বাভাবিক হলে পুরোদমে ব্যবসা শুরু হবে।
বুড়িমারী স্থলবন্দরে জেএমএস ট্রেডার্স পরিচালক হাসনাতুল আলম যাদু বলেন, আমরা ব্যবসায়ীরা আতঙ্কে আছি। কখন কি হয়। নতুন সরকার বসলে আমরা আমদানি রপ্তানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আহসান কবির পলাশ বলেন,পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। বাংলাদেশের কোন ভিআইপি দেশ ত্যাগ করতে চাইলে তাদের অনুমতি আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) একেএম সম্রাটের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এসকে