Top
সর্বশেষ

আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, হিন্দু, মুসলমান বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাইভাই: দুলু

১৮ আগস্ট, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, হিন্দু, মুসলমান বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাইভাই: দুলু
লালমনিরহাট প্রতিনিধি :

রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রিয় ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা নিয়ে আসছে সেই চেতনা বাস্তবায়ন করতে হবে। আমি তাদের স্যালুট জানাই। এখানে কোন বৈষম্য থাকবে না হিন্দু মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান ধনী গরিব, মেধার কোন বৈষম্য থাকবে না। এটাই আমাদের স্বাধীন বাংলাদেশ।

রোববার (১৮ আগস্ট) দুপুরে লালমনিরহাটের মিশনমোড়ে এ সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু, মুসলমান বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাইভাই। বৈষম্যহীন নতুন বাংলাদেশকে নিয়ে দীর্ঘ ১৫ বছর ভোটারবিহীন সরকারে থাকা দলই নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। সেই ষড়যন্ত্রকারীদের নির্বাচনে কেউ ভোট দেয়নি। ভোটকেন্দ্রে লোকজন যায়নি। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সকল ধর্মের মানুষজন অংশ নিয়েছে নতুন স্বাধীনতা এনেছে। কিন্তু সংখ্যালঘুদের ব্যানারকে ব্যবহার করে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। এটি হিন্দু জনগোষ্ঠী বুঝতে পেরেছে। আগামীতে সংখ্যালঘুদের সকল বিষয়ে বরাবরের মতই সহযোগী ও অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার সভাপতি বাবু গুরুচরণ রায়ের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পূজা উৎপাদন কমিটির সভাপতি হিরা লাল রায়, সম্পাদক, প্রদীপ চন্দ্র, সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুধান চন্দ্র প্রমুখ।

এসময় জেলার পাঁচ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের অন্তত ৫ হাজার সদস্য উপস্থিত ছিল।

এসকে

শেয়ার