দেশের ব্যাংকগুলোতে একজন গ্রাহক একটি হিসাব থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলন করতে পারবেন। কোনো গ্রাহক ২ লাখ টাকার বেশি উত্তোলন করতে পারবেন না।
শনিবার রাতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক নগদ ২ লাখ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা ব্যাংক থেকে ব্যাংক, এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এছাড়া কোনো ব্যবসায়ীরা বেতন-ভাতা পরিশোধের জন্য এবং প্রবাসীরা নিরাপত্তা নিশ্চিত করে বেশি টাকা উত্তোলন করতে চাইলে পারবে।
কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়।
জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ রয়েছে। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় গত রাতে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের জানিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ১ লাখ টাকা উঠানোর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
এম পি