বাগেরহাট শেখ হাসিনার বিচারের দাবিতে বাগেরহাট অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন জেলা বিএনপি। বুধবার (১৪ আগস্ট) সকালে ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম সালাম, শেখ শাহেদ আলি রবি, ফকির তারিকুল ইসলাম, সরদার লিয়াকত আলী, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শাহিদা আক্তার, জুলফিকার আলীসহ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানান।
বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে দু-দিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।বুধবার প্রথম দিনে বাগেরহাট শহীদ মিনার চত্বরে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, জেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ও সহিংসতার কোন ঘটনা না ঘটে তার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
এসকে