Top
সর্বশেষ

বাগেরহাটে ৩২ নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

২০ নভেম্বর, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ
বাগেরহাটে ৩২ নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার-উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও লিড ব্যাংক রূপালী ব্যাংকের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রূপালী  ব্যাংক পিএলসি  বাগেরহাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোল্যা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা, বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস  বাগেরহাটের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়, জনতা ব্যাংক পি এল সি বাগেরহাট এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট মুখ্য আঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) দেবদাস সরকার, অগ্রণী ব্যাংক পি এলসি আঞ্চলিক কার্যালয়ের

বাগেরহাটের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান বিপুল মণ্ডলসহ বাগেরহাটের বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এবং অর্ধশতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও তাদের স্বাবলম্বী করে তুলতে সহজ শর্তে এবং কোনো রকম সহজ সত্যে ঋণ প্রদানের অনুরোধ জানান। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা হলে বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সমাবেশ শেষে ২২টি ব্যাংক সম্মিলিতভাবে ৩২ জন উদ্যোক্তার মাঝে ১ কোটি ৬১ লাখ টাকার ঋণ বিতরণ করে।

এনজে

শেয়ার