বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আইন নিজের হাতে তুলে নিবেন না, আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার করা হবে।
বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
এ্যানি চৌধুরী আরো বলেন, কোন ভাবে বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে না নেয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল হত্যা, গুম, হামলার বিচার করা হবে। এসময় তিনি শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করার জন্য আবু তাহেরের সন্ত্রাসী পুত্রদেরকে দায়ি করেন। তিনি অবিলম্বে স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান।
বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ন-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হাুরুনুর রশিদ হারুন, কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।