Top
সর্বশেষ

শেরপুর জেলা কারাগার থেকে লুট হওয়া আরও ১টি শর্টগান উদ্ধার

১৮ আগস্ট, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ
শেরপুর জেলা কারাগার থেকে লুট হওয়া আরও ১টি শর্টগান উদ্ধার
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা কারাগার থেকে লুট হওয়া আরও ১টি শর্টগান ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।  এ পর্যন্ত ৮টি অস্ত্র ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার(১৭ আগষ্ট)  রাতে জেলা আনসার ভিডিপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের কার্যালয়ের গেইটের সামনে ময়লা–আবর্জনা স্তূপের ওপর কালো বস্তায় মোড়ানো অবস্থায় ওই শর্টগান ও কার্তুজটি উদ্ধার করে।

রোববার বিকেলে সেনাবাহিনীর ক্যাম্পে কারা কর্তৃপক্ষের কাছে উদ্ধার করা অস্ত্র ও গুলি হস্তান্তর করা হয়।

শেরপুর জেলা কারাগারের কর্মকর্তারা জানান, গত ৫ আগস্ট এক বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে। ওই সময় শেরপুর জেলা কারাগার থেকে দুষ্কৃতিকারীরা ৯টি অস্ত্র ও ৩৩১ রাইন্ড গুলি নিয়ে যায়।

ওইসব অস্ত্র কোথাও পাওয়া গেলে অথবা কারো নিকট থাকলে নির্ভয়ে শেরপুর সেনা ক্যাম্পে শহীদ স্মৃতি স্টেডিয়ামে জমা দেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। পরে এ পর্যন্ত ৮টি অস্ত্র ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১টি শর্টগান ও ২৯৯টি গুলি উদ্ধার হয়নি।

এসকে

শেয়ার