Top

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

২২ আগস্ট, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে টিএনজেড অ্যাপারেলস পোশাক কারখানান শ্রমিকেরা। এসময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পরে যাত্রীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯ টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, টিএনজেড গ্রুপে আমরা তিন হাজার তিনশ শ্রমিক কাজ করি। শ্রমিকদের জুলাই মাসের বেতন মঙ্গলবার (২০ আগস্ট) পরিশোধ করার কথা থাকলেও বেতন পরিশোধ না হওয়ায় আমারা আন্দোলন করছি। জুলাই মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও তারা দিচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিয়ে আমাদের সাথে টালবাহানা করছে। এর আগেও আমরা আন্দোলন করলে প্রশাসন, পুলিশ, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধিরা আমাদেও কাছ থেকে সময় নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বকেয়া পরিশোধের আশ^াস দিয়েছিল। তারাও কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমাদের বকেয়া বেতনের কোনো সমাধান করতে না পারায় আমরা আন্দোলন করছি। বর্তমানে আমরা কোনো রকমে খেয়ে না খেয়ে দিনযাপন করছি। সামান্য বেতন দিয়ে আমাদের বাসা ভাড়া, খাওয়া-দাওয়া, ছেলেমেয়েদের স্কুল কলেজের খরচসহ তাদের প্রাইভেট পড়াতে হয়। নিয়মিত বেতন না পেলে আমাদের যেমন না খেয়ে থাকতে হয়, তেমনি ওইসব যাবতীয় খরচ চালানো কষ্ট হয়ে যায়। দোকান মালিকেরা বাকিতে মালামাল দিতে চায় না। স্কুল কলেজের বেতন না দিলে সন্তানেরা স্কুলে যেতে চায় না।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থলে শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করছে। এছাড়াও শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ ও শিল্প পুলিশের সাথে সমন্বয় করার চেষ্টা চলছে।

এম পি

শেয়ার