Top
সর্বশেষ

গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১

৩১ আগস্ট, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ
গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে পূর্ব গ্রুপের জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও ৪/৫ জন আহত হয়েছে। উভয় পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উত্তর ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে। ফাসিম নামের এক যুবকের মৃত্যু হয়েছ।

এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরীর সদর থানার সাহাপাড়া এলাকার সৌরভ গ্রুপের সাথে একই থানার বরুদা এলাকার হিমেল/সাগর গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হিমেল গ্রুপের ২/৩ জন দেশীয় অস্ত্র নিয়ে সৌরভ গ্রুপের ফাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা আহত ফাহিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর জোনের সহকারী কমিশনার মাকসুদুর রহমান জানান, এলাকার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের সংঘর্ষে হামলায় একজন আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোস্তাাক আহমেদ জানান, ফাহিমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসী। সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় ফাহিম মারা যায়।

এম পি

শেয়ার