এক সময় দেশের ব্যাংক খাতের মধ্যে মানুষের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা ছিল শরীয়াহ ভিত্তিক পরিচালিত ইসলামি ব্যাংকগুলো। ইসলামি ব্যাংকগুলোর ব্যবসা দেখে কিছু কনভেনশনাল ব্যাংকও তাদের পলিসি পরিবর্তন করে ইসলামি শরীয়াহ ভিত্তিক পরিচালনা শুরু করে। কিন্তু ইসলামি ব্যাংকগুলোর এই সুনাম বেশি দিন থাকেনি। ঋণ জালিয়াতিসহ নানা অনিয়মের কারণে ইসলামি ব্যাংকগুলো দুর্নামের সাথে দুর্বলও হয়ে পড়ে। ইসলামি ব্যাংকগুলোর উপর মানুষের আস্থা নষ্ট হতে থাকে। ভয়ে-আতঙ্কে গ্রাহকরা তাদের জমাকৃত টাকা তুলতে থাকে। ফলে ব্যাংকগুলোতে দেখা দেয় তারল্য সংকট। তবে ২০২৩ সালের শেষে ও চলতি বছরের শুরুতে ইসলামী ব্যাংকগুলোতে আমানতের পতন দেখা দিলেও মার্চ থেকে কিছুটা বাড়তে থাকে আমানত। গেল মে মাসে প্রায় সব সূচকেই ঊর্ধ্বমুখী অবস্থান দেখা গেছে ইসলামী ব্যাংকগুলোতে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষন করলে দেখা যায়, চলতি বছরের মে মাসে ইসলামি ব্যাংক, শাখা ও উইন্ডোগুলোর আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ৮০২ কোটি টাকা। যা গত এপ্রিল মাসে ছিল ছিল ৪ লাখ ২৪ হাজার ৬০১ কোটি টাকা। সে হিসেবে আমানত বেড়েছে ৪ হাজার ২০১ কোটি টাকা। এর মধ্যে ইসলামী ধারার ব্যাংকগুলোতে ৩ হাজার ৮৩০ কোটি টাকা। প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে আমানত বেড়েছে ৪২ কোটি, উইন্ডোগুলোতে বেড়েছে ৩৩০ কোটি টাকা।
শুধু আমানতই নয়। বেড়েছে বিনিয়োগও। গেল মে মাসে ইসলামী ব্যাংকিংয়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ৫ লাখ ৪ হাজার ১১৩ কোটি টাকা। তার আগের মাসে বিনিয়োগ ছিল ৪ লাখ ৯৮ হাজার ৯৮ কোটি টাকা। সে হিসেবে বিনিয়োগ বেড়েছে ৬ হাজার ১৫ কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকগুলোর বিনিয়োগ বেড়েছে ৫ হাজার ৫৮৭ কোটি টাকা। অর্থাৎ মে মাসে ইসলামী ব্যাংকগুলোর বিনিয়োগ বিনিয়োগ দাঁড়িয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৫৮৩ কোটি টাকা, যা এপ্রিলে ৪ লাখ ৬৩ হাজার ৯৯৬ কোটি টাকা ছিল। এছাড়াও ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে বেড়েছে ১৪৩ কোটি, ইসলামী উইন্ডোতে বিনিয়োগ বেড়েছে ২৮৫ কোটি টাকা। তার আগের মাসে অর্থাৎ মার্চের থেকে এপ্রিলেও সাড়ে চার হাজার কোটি টাকা বেশি বিনিয়োগ ছিল ইসলামী ব্যাংকিংয়ে।
ইসলামী ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিট্যান্স প্রবাহও। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সর্বশেষ মে মাসে ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার ৬৩৪ কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা এপ্রিল মাসে ছিল ৮ হাজার ৯৮৬ কোটি। অর্থাৎ এক মাসে রেমিট্যান্স বেড়েছে ১ হাজার ৬৮৪ কোটি টাকা। এরমধ্যে ইসলামী ধারার ব্যাংকগুলোতে এসেছে ১০ হাজার ৫৮৫ কোটি টাকা। বাকি প্রায় ৫০ হাজার কোটি টাকার মতো এসেছে ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখা ও উইন্ডোগুলোতে।
এক মাসের ব্যাবধানে ইসলামী ব্যাংকিংয়ে রপ্তানি আয় বেড়েছে ৪৪১ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলে ইসলামি ব্যাংকিংয়ের মাধ্যমে রপ্তানি আয় এসেছিল ৭ হাজার ৬৪৮ কোটি টাকা, তার পরে মাসে অর্থাৎ মে মাসে এসেছে ৮ হাজার ৮৯ কোটি টাকা। এরমধ্যে ইসলামী ধারার ব্যাংকগুলোতে এসেছে ৭ হাজার ৩৪৮ কোটি টাকা, প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে এসেছে ৫৬২ কোটি, ইসলামী উইন্ডোগুলোতে এসেছে ১৭৯ কোটি টাকা।
শুধু রপ্তানি আয় নয়। বেড়েছে আমদানি পরিশোধও। মে মাসে ইসলামী ব্যাংকিংয়ে আমদানি পরিশোধ করেছে ১৩ হাজার ৬২২ কোটি টাকা। যা তার আগের মাসে ছিল ১৩ হাজার ২২৭ কোটি টাকা। সে হিসেবে বেড়েছে ২৯৫ কোটি টাকা। এর মধ্যে শরীয়াহ ভিত্তিক ইসলামি ব্যাংকগুলোর আমদানি পরিশোধ বেড়েছে ১২১ কোটি, প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে ৪৯৮ কোটি টাকা। তবে ২২৩ কোটি আমদানি পরিশোধ কমেছে প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং উইন্ডোগুলোতে।
বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন কারণে ইসলামী ব্যাংকগুলোর ওপর মানুষের আস্থা কমে যাচ্ছে। যার কারণে প্রবাসী আয়ও কম আসছে।
এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বলেন, অবশ্যই ইসলামী ব্যাংকগুলোতে প্রবাসীদের আস্থা কমছে। গত দুই তিন বছরে প্রবাসীর সংখ্যা বেড়েছে। স্বাভাবিকভাবে ইসলামী ব্যাংকগুলোর ওপর মানুষের আস্থা ছিল অন্যরকম। যেখানে ইসলামী ব্যাংকগুলোতে তিন ভাগের এক ভাগ রেমিট্যান্স আসত সেখানে এখন অনেক কমে গেছে। কিন্তু আমরা দেখেছি মালিকানা বদলের পর থেকে মানুষ এখন চিন্তা করতেছে ব্যাংকগুলো সেই আস্থার জায়গায় আছে কি না। আমার মনে হয় ইসলামী ব্যাংকের রেমিট্যান্স কম আসা উপরের পরিবর্তনেরই একটা ফলাফল। এর থেকে বেরিয়ে আসতে হলে সুশসন জোড়দার করতে হবে। নিয়মনীতি মানতে হবে। যার যে কাজ করা উচিত তাদেরকে সেটা করতে হবে।
এএ