গত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করায় বিএনপির ১০ নেতা- কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এঘটনায় দোষীদের বিচারের দাবিতে বুধবার দুপুরে মাদারীপুর সদর থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ বাজারে এঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানান, দুধখালী ইউনিয়নের এওজ বাজারে একটি চায়ের দোকানে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গত আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা উঠে। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মহসীন আকনের সাথে বিএনপি নেতা শাহীন মুন্সির বাক-বিতান্ড হয়। এক পর্যায়ে মহসীন আকন ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহীন মুন্সি ও তার নেতা-কর্মীদের উপর হামলা করে। এতে শাহীন মুন্সি, কামরুল মুন্সি, সেলিম মুন্সি, আনোয়ার মুন্সি, আলম মুন্সি, ইয়াসিন, পান্নু মুন্সি, মারুফ মুন্সি, সাইফুল মুন্সি, রাফিত মুন্সি, জুবায়ের মুন্তিসহ ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পান্নু মুন্সির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ব্যাপারে ভুক্তভোগী জুবায়ের মুন্সি বলেন, ‘আমরা কিছু পরিবার বিএনপি করায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কুপিয়ে মারাত্মক জখম করেছে। আমরা এঘটনার বিচার দাবি করি। তারা ওই এলাকার এক প্রভাবশালী নেতার লোক। এখনো তারা আমাদের ভয়-ভীতি দেখাচ্ছে, যাতে আমরা কোন মামলা না করি।’ ঘটনার পর থেকে দোষীরা এলাকা থেকে কিছুটা গা-ঢাকা দিয়েছে। ফলে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। ব্যাপারে সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেয়েছি। যারা দোষী তাদের বিষয় ব্যবস্থা নেয়া হবে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।’
এম পি